অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাভারের রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাস্তব চিত্র তুলে আনতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
এ সময় উপদেষ্টা বলেন, এ কমিটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ শ্রমিক নেতাদের একজন থাকতে পারবেন।
তিনি আরও বলেন, সেই সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক টাকা জমা হয়েছিল। কিন্তু মাত্র ২১ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। সেই তহবিল লুটপাট হয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হচ্ছে, সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩৭ ১৩ বার পঠিত