বিশেষ পরিস্থিতিতে কিংবা জনস্বার্থে সরকার সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করে সরকার সেখানে প্রশাসক নিয়োগ দিতে পারবে।
শুক্রবার উপদেষ্টা পরিষদের সভায় ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করা হয়েছে।
সংশোধনীতে বলা হয়, ওই এলাকায় বিশেষ পরিস্থিতিতে সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র-কাউন্সিলরদের এবং উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যানদের-সদস্যদের অপসারণ করার ক্ষমতা থাকবে।
একইসঙ্গে সরকার এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক বসাতেও পারবে। সরকারের প্রচারিত তথ্য বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
সংশোধনীতে যেসব পরিবর্তন আনা হয়েছে:
১. ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’-এ ১৩(ক) ও ২৫(ক) নামে দুটি ধারা যোগ করা হয়েছে। ১৩(ক)-তে সিটি করপোরেশনের প্রতিনিধিদের জনস্বার্থে অপসারণ ও ২৫(ক)-তে সরকারকে এসব পদে প্রশাসক নিয়োগের ক্ষমতা দিয়েছে।
২. ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এ ৩২(ক) ও ৪২(ক) নামে দুটি ধারা যুক্ত করা হচ্ছে। এই ধারা দুটিও সরকারকে একই ক্ষমতা দিয়েছে।
৩. প্রস্তাবিত ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এ ১০(ক) ও ধারা ৮২(ক) নামে দুটি ধারা যোগ করা হয়েছে। আগে উল্লিখিত আইনগুলোর ন্যায় এখানেও প্রতিনিধিদের অপসারণ ও প্রশাসক নিয়োগের ক্ষমতা দেয়া হয়েছে সরকারকে।
৪. একই ধরনের পরিবর্তন এসেছে ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এ। এখানে সংযুক্ত হচ্ছে ১৩(ঘ) ও ১৩(ঙ) নামে দুটি ধারা।
উল্লেখ্য, সম্প্রতি উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে কোনো কোনো জনপ্রতিনিধি তাদের কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে জনগণের বিভিন্ন সেবা প্রাপ্তি বিঘ্নিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩:৫৫:২৩ ১১ বার পঠিত