ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। উদ্বোধনী দিনে ম্যানইউর প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল ফুলহ্যাম। শুক্রবার (১৬ আগস্ট) ওল্ড ট্র্যাফোর্ডে
নতুন মৌসুমে বাড়তি রোমাঞ্চ নিয়ে হাজির ইংলিশ প্রিমিয়ার লিগ। এবারের মৌসুমে পূর্ণদ্যোমে লড়াইয়ের জন্য প্রস্তুত ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুলের মতো জায়ান্ট ক্লাবগুলো। নতুন উদ্দীপনা নিয়ে উদ্বোধনী দিনে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড।
গেল মৌসুমটা একেবারেই বাজে কাটিয়েছে রেড ডেভিলরা। ইপিএলের পয়েন্ট টেবিলে আট নম্বরে থেকে মৌসুম শেষ করার পর চ্যাম্পিয়ন্স লিগে খেলারও যোগ্যতা হারায় দলটি। দলের হতশ্রী পারফরম্যান্সে কোচ টেন হ্যাগকেও পড়তে হয় সমালোচনার মুখে। তবে গেল মৌসুমের সব ব্যর্থতা ভুলে এবার নতুন শুরুর লক্ষ্য দলটার। শুরু থেকে পূর্ণ উদ্যম নিয়ে মাঠে নামতে চায় তারা। লক্ষ্য পূরণে প্রাক মৌসুমে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছে দলটা। মৌসুমের শুরুর আগেই রোমাঞ্চকর ম্যানচেস্টার ডার্বিতেও খেলেছে তারা। আর তাতে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছে তারা।
নতুন মৌসুম শুরুর আগে বায়ার্ন মিউনিখ থেকে মোটা অঙ্কে ম্যাথিউ ডি লিট ও মাজরাউইকে দলে ভিড়িয়েছে ইউনাইটেড। ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছেন তারা। শুরু থেকেই দলের সঙ্গে আছেন ক্যাসেমিরো, লিসান্দ্রো মার্টিনেজ, আলেজান্দ্রো গারনাচো, মার্কাস রাশফোর্ড, আন্দ্রে ওনানা, ব্রুনো ফার্নান্দেসরা।
উদ্বোধনী ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ফুলহ্যামের বিপক্ষে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না ম্যানচেস্টার ইউনাইটেড। রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে সম্ভাব্য ৪-২-৩-১ ফর্মেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ। তবে এ ম্যাচে শুরুর একাদশে ডি লিট থাকবেন কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা।
ফুলহ্যামও চাইবে এই ম্যাচ জিতে শুরুটা জয় দিয়ে রাঙাতে। সেই লক্ষ্যে ইনজুরিমুক্ত দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে তারা। তবে পরিসংখ্যানে জয়ের পাল্লা ভারি ম্যানচেস্টার ইউনাইটেডের। মুখোমুখি ১৮ দেখায় ১৪ বারই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলস।
এদিকে, লিগ ওয়ানে শুরুর দিনই মাঠে নামতে যাচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি। তাদের প্রতিপক্ষ লা হাভ্রে। ওশান স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত পৌনে একটায়।
পিএসজির কিমপেম্বে আর হার্নান্দেজ ছাড়া বাকি সবাই আছেন ফিট। উসমান দেম্বেলে, মারকুইনোস, ভিতিনহা, দোন্নারুমাদের নিয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী লা হাভ্রের বিপক্ষে মাঠে নামবে লুই এনরিকের দল। পিএসজির বিপক্ষে জিততে সম্ভাব্য ৫-৪-১ ফর্মেশনে স্কোয়াড সাজাচ্ছে লা হাভ্রে। তবে, পরিসংখ্যান পক্ষে কথা বলছে পিএসজির পক্ষেই। জয় দিয়ে সূচনা রাঙাতে মরিয়া ফরাসি জায়ান্টরা।
বাংলাদেশ সময়: ১৬:৫০:৫৭ ১৯ বার পঠিত