মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪

টাঙ্গাইলে সর্বদলীয় ও সর্বধর্মীয় নেতাদের সঙ্গে প্রশাসনের বিশেষ মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারি » টাঙ্গাইলে সর্বদলীয় ও সর্বধর্মীয় নেতাদের সঙ্গে প্রশাসনের বিশেষ মতবিনিময় সভা
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪



টাঙ্গাইলে সর্বদলীয় ও সর্বধর্মীয় নেতাদের সঙ্গে প্রশাসনের বিশেষ মতবিনিময় সভা

জেলা প্রশাসনের আয়োজনে সর্বদলীয় ও সর্বধর্মীয় সংগঠন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃংখলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার গোলাম সবুর, সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রিদওয়ান, জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা জামায়াত ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদসহ সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বর্তমান পরিস্থিতিতে আইনশৃংখলা শান্তিপুর্ণ রাখতে সকলকে নিজ-নিজ অবস্থানে শান্ত ও সর্তক থাকার আহবান জানান।

বাংলাদেশ সময়: ২৩:২০:৪২   ১৭ বার পঠিত