সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার, রাজশাহী সেনানিবাস পরিদর্শন করেছেন।
পরিদর্শকালে তিনি সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে তিনি স্থানীয় অসামরিক প্রশাসনের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি), জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, কমান্ড্যান্ট বিআইআরসি ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বিভাগীয় কমিশনার রাজশাহী, স্থানীয় অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:২৮:১৮ ১৪ বার পঠিত