নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী থানায় থেকে লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে অস্ত্রগুলো সেনাবাহিনীর মাইজদী ক্যাম্পের টুআইসি মেজর রিফাত আনোয়ারের কাছে হস্তান্তর করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট রোকসানা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্র ও মালামালগুলো সেনাবাহিনীর মাইজদী ক্যাম্পের টুআইসি মেজর রিফাত আনোয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে, একটি মোটরসাইকেল, দুটি ল্যাপটপ, কম্পিউটার কিবোর্ড একটি, মাউস, একটি এসএমজি, ৫টি শর্টগান, ৩২ রাউন্ড সীসা কার্তুজ, ৭৫৬ রাউন্ড রাইফেলের গুলি, ৫টি সাউন্ড গ্রেনেড, ১০টি টিয়ারশেল, সাতটি হ্যান্ডকাপ, একটি হ্যান্ড মাইক, একটি পাইপগান, একটি ওয়ারলেস, দুটি ওয়ারলেসের ব্যাটারি, ট্রাফিক সিগনাল লাইট একটি, এসএমজি ম্যাগাজিন একটি, রাইফেল একটি, পিস্তল দুটি, গ্যাসগান দুটি, পিস্তলের গুলি ১১ রাউন্ড ও রাবার বুলেট ৬৭টি রাউন্ড।
জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার পর বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল থানায় হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় তারা ওই দুটি থানায় অস্ত্র, গুলিসহ বিভিন্ন মালামাল লুটপাট চালায়। থানা থেকে লুণ্ঠিত ওইসব অস্ত্র ও মালামাল বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে আনসার।
বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৭ ২১ বার পঠিত