রবিবার, ১১ আগস্ট ২০২৪

আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারি » আজকের রাশিফল
রবিবার, ১১ আগস্ট ২০২৪



---

মেষ রাশি
জীবনের নানা প্রতিবন্ধকতায় আজ বেসামাল হয়ে পড়তে পারেন। দেরিতে হলেও অর্থের গুরুত্ব বুঝতে পারবেন। হতাশা কাটাতে ধর্মীয় কাজে মনোনিবেশ করার সম্ভাবনা রয়েছে। আজ কোনো ভুলে অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।

বৃষ রাশি
কঠিন পরিস্থিতিতে নিজের মতামতকে গুরুত্ব দিন। জীবনে ইতিবাচক পরিবর্তনে পরিবারের সঙ্গ পাবেন। ব্যয় বাড়বে। অর্থসংক্রান্ত কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ তা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি
চাকরিজীবী ও ব্যবসায়ীদের আজকের দিনটি কর্মব্যস্ত হয়ে উঠবে। তবে কর্মক্ষেতে কিংবা পারিবারিক ক্ষেত্রে আজ বিবাদে জড়াতে পারেন। ঝামেলা এড়াতে বিতর্কিত প্রশ্নের উত্তর এড়িয়ে চলুন। মনের প্রশান্তি পেতে আজ প্রচুর অর্থ খরচ হতে পারে।

কর্কট রাশি
যে কোনো সিদ্ধান্ত নিতে অন্যের মতামতকে বেশি প্রাধান্য না দিয়ে নিজের মতামতকে গুরুত্ব দিন। আপনার অযৌক্তিক কথাবার্তা পরিবারের সদস্যদের মানসিক চাপের কারণ হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে।

সিংহ রাশি
অন্যকে অন্ধবিশ্বাস করে আজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মানসিক চাপে অন্যদের সঙ্গে দূরত্ব তৈরি হবে আজ। বেখেয়ালি জীবনে কাজে মনোযোগ হারাবেন।

কন্যা রাশি
দীর্ঘদিনের ঝামেলার সমাধান আজ খুঁজে পাবেন। আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। তবে স্বাস্থ্যের অবনতি হতে পারে।

তুলা রাশি
কর্মজীবনে কাজের চাপ বাড়বে। নিজের ওপর আস্থায় পেশাজীবনে সাফল্যের দেখা পাবেন। পরিবারের সঙ্গে বিবাদ, অশান্তি এড়াতে কথা কম বলার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি
যে কোনো কাজেই আজ নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসবে। কঠোর পরিশ্রমে আর্থিক অবস্থার উন্নতি হবে। সঞ্চয় বাড়বে।

ধনু রাশি
জীবনে বেশি প্রত্যাশা আপনাকে চরম হতাশার স্রোতে ভাসিয়ে নিতে পারে আজ। ব্যবসায় অর্থ বিনিয়োগ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

মকর রাশি
প্রতিকূল পরিস্থিতিতে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আর্থিক সমস্যায় পরিবারের সাহায্য পেতে পারেন। পাওনা টাকা ফেরত পেতে পারেন। আজ হঠাৎই অনেকটা ক্লান্তবোধ করতে পারেন।

কুম্ভ রাশি
ব্যক্তিগত জীবনে জটিলতা সৃষ্টি হতে পারে। এসব জটিলতা এড়িয়ে না গিয়ে সমাধান করার চেষ্টা করুন। কঠোর পরিশ্রম ছাড়া অর্থের দেখা পাওয়া দুষ্কর হয়ে উঠবে। এ রাশির আর্থ্রাইটিসের রোগীরা আজ শারীরিক অসুস্থতা বোধ করবেন।

মীন রাশি
পৈতৃক সম্পত্তিসংক্রান্ত সমস্যা হতে পারে। জীবনের উচ্চ প্রত্যাশায় পূর্ণতা না আনতে পারায় আজ শারীরিক ও মানসিক অবসাদে ভুগতে পারেন। স্বাস্থ্য ভালো রাখতে খাওয়া দাওয়া ও যোগব্যায়ামে মনোযোগী হন।

বাংলাদেশ সময়: ১১:২৬:৫১   ১৭ বার পঠিত