জেলায় আজ বিজিবি’র সহযোগিতায় মহেশপুর থানার কার্যক্রম সীমিত আকারে চালু হয়েছে।
আজ শনিবার দুপুরে বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পক্ষ থেকে থানায় গিয়ে সকল পুলিশ সদস্যদের নিরাপত্তাসহ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
বিজিবি কর্মকর্তারা থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এ সময় বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ, উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৪৪:৪২ ৩৪ বার পঠিত