বুধবার, ৭ আগস্ট ২০২৪

ছাত্র আন্দোলন যৌক্তিক ছিল: নতুন আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারি » ছাত্র আন্দোলন যৌক্তিক ছিল: নতুন আইজিপি
বুধবার, ৭ আগস্ট ২০২৪



ছাত্র আন্দোলন যৌক্তিক ছিল: নতুন আইজিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক আন্দোলন ছিল বলে মন্তব্য করেছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যে বিজয় অর্জিত হয়েছে, এই বিজয়কে আমরা আমাদের বিজয় মনে করি।

বুধবার (৭ আগস্ট) বিকেল ৪টায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে নতুন আইজিপি বলেন, দেশের সাধারণ ছাত্রদের দাবি যৌক্তিক ছিল।
তারা যৌক্তিক দাবিতে আন্দোলন করেছে। তাদের আন্দোলনের ভাষা অনেকেই বুঝতে ব্যর্থ হয়েছে। এ কারণেই আজ দেশে পরিবর্তন এসেছে। আমাদের অনেক সদস্য ছাত্রদের দাবিকে বুঝতে না পেরে মানবাধিকার লঙ্ঘন করে ছাত্রদের বিরুদ্ধে অবস্থা নিয়েছে।
যার ফলে ছাত্রদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এ ঘটনা থেকে সকলকে শিক্ষা নিতে হবে।

নতুন আইজিপি বলেন, পুলিশ সদস্যদের স্ব স্ব কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছি, পরিস্থিতির শিগগিরই স্বাভাবিক হবে। আমরা দেখেছি পুলিশের কিছু কাজ ছাত্র ভাইয়েরা করছে; তাদের স্বাগত জানাই।

কতিপয় উচ্চাভিলাসী কর্মকর্তার কারণে মানবাধিকার নীতিমালা অনুসরণ না করে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, প্রশাসন সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারেনি। তার জন্য দুঃখ প্রকাশ করছি। সবার সহযোগিতায় আমরা পুলিশকে সংস্কার করবো।

তিনি বলেন, তাদের জন্যই চলমান এই সহিংসতা হতাহতের ঘটনা ঘটেছে। আমরা আর দেশের ক্ষতি দেখতে চাই না।
সবাই একসঙ্গে দেশটিকে নতুন করে গড়তে চাই। পুলিশের পক্ষ থেকে আমরা সব ধরনের সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ সাধারণ মানুষ সুশীল সমাজ ও ছাত্র সমাজের সহযোগিতা কামনা করেন তিনি।

আইজিবি বলেন, পুলিশের নেতৃত্বের ব্যর্থতার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে। তা ছাড়া অনেক পুলিশ সদস্য মানবাধিকারের নীতিমালা অনুসরণ করেনি। দেশের এই নবোধ্যায়ের সূচনালগ্নে প্রত্যেক পুলিশ সদস্যকে স্ব স্ব জায়গায় যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাহিনীর সকল স্তরের সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের মন্তব্য মতামত ও বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে নতুন আইজিপি সহিংসতার ঘটনায় নিহত ছাত্র পুলিশ সাধারণ মানুষ যারাই মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত করেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৫১   ১৫ বার পঠিত