কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে অন্তত ২২ জন।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার পরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট এলাকার সাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে ৮ জন শিশু-কিশোর নারী ও একজন পুরুষ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে দুইজনকে।
টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে নৌকাডুবির ঘটনায় ৯ জন রোহিঙ্গা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের নির্দেশনা অনুসারে ক্যাম্পে থাকা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি গণমাধ্যমকে বলেন, সাগরে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় জেলেরা ৯ জন রোহিঙ্গা মরদেহ উদ্ধার করা করেছে। যেহেতু বাংলাদেশে এক অদ্ভূত পরিস্থিতি চলছে। তাই আমরা স্থানীয় জনপ্রতিনিদের কথা বলে মরদেহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।
বাংলাদেশ সময়: ১৮:০২:৫৯ ১৫ বার পঠিত