শাহিদ এবং কারিনার প্রেম এক আলোচিত বিষয় বিনোদন মহলে। এই জুটি নিয়ে কত জল্পনা কল্পনা। তবে শেষ পর্যন্ত একই ছাদের নিচে থাকা হয়নি তাদের। সম্পর্কে ভাঙন ধরে দুই দিকে প্রবাহিত হয় যুগলের পথ। আলাদা থাকলেও ভালোবাসার মানুষটির প্রতি এখনও সম্মান নিবেদন করেন শাহিদ। সেই প্রেমকে হৃদয়ে ধারণ করে রেখেছেন এখনও।
সম্পর্কের টানাপোড়নে ভালো লাগা যে এক বিন্দুও কমেনি তার প্রমাণ মিলেছে শাহিদের কথাতেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তনকে নিয়ে মন্তব্য করেছেন তিনি। সেখানে প্রকাশ পেয়েছে প্রাক্তনের প্রতি শ্রদ্ধা,সম্মান ও ভালোবাসা।
সাক্ষাৎকারে একাধিক অভিনেতা প্রসঙ্গে শাহিদকে প্রশ্ন করা হয়। তার পর আসে কারিনার নাম। অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল যে সুযোগ পেলে কারিনার কোন গুণটি তিনি পেতে চাইবেন। উত্তরে শাহিদ জানান, যে প্রথম ছবি থেকেই কারিনার মধ্যে তিনি একজন সুপারস্টার হওয়ার লক্ষণ দেখেছিলেন। এই গুণটিই তিনি পেতে চাইবেন।
এখানেই শেষ নয়, শাহিদকে প্রশ্ন করা হয়েছিল যে সাইফের সঙ্গে কখনও দেখা হলে তিনি কী করবেন? উত্তরে শাহিদ জানান যে তিনি সাইফকে হ্যালো বলবেন।
এই প্রসঙ্গে শাহিদ আরও জানান, এক সময় একই জিমে সাইফের সঙ্গে নিয়মিত শরীরচর্চা করতেন শাহিদ। সময়টা ছিল ২০১৭ সাল। তখন ‘রেঙ্গুন’ ছবির শুটিং করছিলেন শাহিদ।
মীরা রাজপুতের সঙ্গে বিয়ের পর এখন চুটিয়ে সংসার করছেন শাহিদ। আগামী ৭ জুলাই দম্পতির অষ্টম বিবাহবার্ষিকী।
বাংলাদেশ সময়: ১৫:৩২:৩৮ ৪৮ বার পঠিত