অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এবং ফিলিস্তিনি সূত্র এ কথা জানিয়েছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা তুলকারেম অঞ্চলে একটি সন্ত্রাসী গ্রুপকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর এএফপি’র।
তুলকারেমের থাবেত থাবেত হাসপাতালের পরিচালক এক বিবৃতিতে বলেছেন, তুলকারেমের জেইতা গ্রামের কাছে ফিলিস্তিনের একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলার ‘পাঁচজন শহীদ’ হয়েছে।
ওয়াফা জানায়, ইসরায়েলি একটি সামরিক ড্রোন থেকে চালানো দুটি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়। একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে গাড়িটিতে আগুন ধরে যায়।
ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘আমি হামলাস্থল থেকে ৫০ মিটারেরও কম দূরত্বে থাকি। আমরা সেখানে একটি বিস্ফোরণের শব্দ পেয়ে এসে একটি গাড়ি আগুন ধরা অবস্থায় দেখতে পাই।’
নাসের বলেন, ‘গাড়িটির পাশে আমরা রাস্তার উপর একটি লাশ পড়ে থাকতে এবং গাড়ির ভিতরে পুড়ে যাওয়া অবস্থায় তিনটি মৃতদেহ দেখেছি।
ওয়াফা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী দ্রুত এলাকাটি বন্ধ করে দেয়।
গাজা উপত্যকায় গত অক্টোবরে শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীরেও সহিংসতা অনেক বেড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৭:৩৬:১৯ ২২ বার পঠিত