বুধবার, ৩১ জুলাই ২০২৪

ভারতীয় চার্জ ডি অ্যাফেয়ার্সের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভারতীয় চার্জ ডি অ্যাফেয়ার্সের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বুধবার, ৩১ জুলাই ২০২৪



ভারতীয় চার্জ ডি অ্যাফেয়ার্সের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

লিবিয়ায় ভারতীয় দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ড. মো. আলিম ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন।

ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস জানায়, সম্প্রতি ভারতীয় দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স বাংলাদেশ দূতাবাস প‌রিদর্শন ক‌রেন। তি‌নি বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারের স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক নি‌য়ে সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ত্রিপোলিতে ভারতীয় দূতাবাস পুনরায় চালু করার জন্য চার্জ ডি অ্যাফেয়ার্সকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতের সহযোগিতার জন্য পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রস্তাব দেন। উভয়পক্ষ আগামী দিনে নিবিড়ভাবে কাজ করার জন্য সম্মত হয়েছে যাতে সংশ্লিষ্টতা আরও বাড়ানো যায় ও সম্পর্ক গভীর হয়।

সাক্ষাৎ শেষে চার্জ ডি অ্যাফেয়ার্স দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৩:৩১:৩৯   ১৬ বার পঠিত