গাজার দেইর আল বালাহ শহরের একটি স্কুলে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
শনিবার ( ২৭ জুলাই) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, দেইর আল বালাহ শহরের খাদিজা স্কুলে ইসরাইলের বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।
এদিকে, এক বিবৃতিতে ইসরাইল জানিয়েছে, তারা গাজার খাদিজা স্কুলের ভেতর হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টারে হামলাটি চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয় স্কুলটি হামাসের ঘাঁটি ও অস্ত্রের ভাণ্ডার হিসাবে ব্যবহার করা হচ্ছিল। এছাড়া সেখান থেকেই ইসরাইলি সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হত বলেও জানায় ইসরাইল।
স্কুলটিতে হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়েছিল বলেও বিবৃতিতে বলা হয়।
এর আগে আল-বুরেজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হন। এছাড়া মিশরের সীমান্তবর্তী রাফাহ শহরের একটি বাড়িতে আরেকটি হামলায় চারজন নিহত হন।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু।
বাংলাদেশ সময়: ১৮:৩৯:৫৯ ১৭ বার পঠিত