বুধবার, ২৪ জুলাই ২০২৪

জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে এগিয়ে কামালা

প্রথম পাতা » আন্তর্জাতিক » জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে এগিয়ে কামালা
বুধবার, ২৪ জুলাই ২০২৪



জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে এগিয়ে কামালা

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার বদলে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন কামালা হ্যারিস। এ ঘটনার পর অনেকেই বলছিলেন, ট্রাম্পের সামনে দাঁড়াতেই পারবেন না কামালা। তবে আসন্ন এ নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন কামালা।

জনমত জরিপের ওপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

গত রোববার (২১ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। আর মঙ্গলবার (২৩ জুলাই) রয়টার্স প্রকাশিত জরিপে দেখা যায়, কামালার জনপ্রিয়তা ৪৪ শতাংশ। যেখানে ট্রাম্পের জনপ্রিয়তা ৪২ শতাংশ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্রকাশিত আরেক জরিপে ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে থাকতে দেখা গেছে কামালাকে।

মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজের জরিপে দেখা যায়, ৮৭ শতাংশ মার্কিনই মনে করে যে, বাইডেনের সরে যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল।

এদিকে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪১ শতাংশ মনে করেন, বাইডেনের সিদ্ধান্ত নভেম্বরে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। আর ৩৪ শতাংশ মানুষ মনে করছে, এতে নির্বাচনের ফলে কোনো পার্থক্য হবে না।

গত ১৩ জুলাই পেনসিলভানিয়াতে ট্রাম্পের ওপর হামলার পর এসব জরিপ চালানো হয়।

বাংলাদেশ সময়: ১২:০৫:১৬   ১৩ বার পঠিত