বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

ভোলায় তাপ প্রবাহ থেকে সুরক্ষা বিষয়ক কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভোলায় তাপ প্রবাহ থেকে সুরক্ষা বিষয়ক কর্মশালা
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪



ভোলায় তাপ প্রবাহ থেকে সুরক্ষা বিষয়ক কর্মশালা

জেলা সদরে তাপ প্রবাহ থেকে সুরক্ষা বিষয়ক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে কার্যালয়ের হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান। অনুষ্ঠানে সহায়তা করেছে ইউনিসেফ। কর্মশালায় শুরুতেই সংশ্লিষ্ট বিষয়ে প্রেজেন্টেশন তুলে ধরেন দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, ভোলা ২৫০ শজ্জা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তায়েবুর রহমান, ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আহমেদ, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার এবং ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ রায় আপু। এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময় দেশে প্রচুর গরম অনুভূত হচ্ছে। প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা। ফলে প্রচুর তাপ প্রবাহের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তাপ প্রবাহে করণীয় সম্পর্কে ধারণা না থাকায় প্রাণহানির ঘটনাও ঘটছে। তাই তাপ প্রবাহ থেকে সুরক্ষায় স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি নিয়ম মেনে চলতে হবে। অস্বাস্থ্যকর খাবার ও পানীয় পরিহার করে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করতে হবে এবং হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৩১   ১৪ বার পঠিত