কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের সঙ্গে আজকেই আলোচনায় বসতে চায় সরকার। এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক এবং শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক সংবাদ সন্মোলনে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের সকল দাবির পক্ষে নীতিগত ভাবে একমত সরকার। আমরা তাদের সাথে বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসবো। শিক্ষার্থীরা চাইলে আজ বিকেলেই বৈঠকটি হতে পারে।
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে আগামী ৭ আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রোববার আদালতে সরকার পক্ষ আবেদন করবে বলে জানান আইনমন্ত্রী। এসময় তিনি শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রত্যাহার করার জন্য আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪১ ৪৮ বার পঠিত