মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

শিক্ষার্থীরা শেখানো বুলি আওড়াচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » শিক্ষার্থীরা শেখানো বুলি আওড়াচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪



শিক্ষার্থীরা শেখানো বুলি আওড়াচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভুল করছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কোটা আন্দোলন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েনি। শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমের লিপ্ত না হয়।

শিক্ষার্থীদের আন্দোলন পরিহার করে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘আন্দোলনের নামে ধ্বংসাত্মক কিছু করলে, ভাঙচুর করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে এই নির্দেশ দেয়া হয়েছে।’

আসাদুজ্জামান আরও বলেন, ‘আমি মনে করি শিক্ষার্থীরা সরে যাবে। রাস্তা অবরোধ করে আন্দোলন ঠিক হচ্ছে না। কোটা নিয়ে ছাত্রদের মধ্যে মতভেদ থাকতেই পারে। কেউ কাউকে কষ্ট না দিয়ে তাদের দাবি জানাবে। শিক্ষার্থীরা আন্দোলন ত্যাগ করে আদালতে যেতে পারে বা যোগাযোগ করতে পারে।’

বিভিন্ন মহল থেকে আন্দোলনে উসকানি দেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কারও পরামর্শে ভাঙচুর করলে, জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

সারা বিশ্বে কোটা সিস্টেম রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অনগ্রসর জাতিগোষ্ঠীকে সমতায় আনার জন্যই কোটা সিস্টেম।’

বাংলাদেশ সময়: ১৬:৪৮:২৪   ১৩ বার পঠিত