জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আওলাদ হোসেন আলাউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ভোররাতে উপজেলার টবগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাকিমুদ্দিন বেড়িবাদ সংলগ্ন চৌরাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আলাউদ্দিন লালমোহন উপজেলার কলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত আজাহার মীরের ছেলে।
দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল। এ সময় যাত্রীবাহী একটি থ্রি হুইলারে তল্লাশি চালিয়ে আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগের ভিতর থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক আলাউদ্দিন একজন পেশাদার মাদক বিক্রেতা। সে ঢাকা থেকে ইয়াবা নিয়ে আসে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:২৩:৪২ ২৯ বার পঠিত