গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নবনিযুক্ত নির্বাহী চেয়ারম্যান (সচিব) ডা. মো. সারোয়ার বারী।
শনিবার বেলা সাড়ে ১১ টায় জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এসময় বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু , ১৫ আগস্ট এর শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন বেজা’র নতুন নির্বাহী চেয়ারম্যান।
বেজা’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হাসান, পরিচালক (পরিকল্পনা-৪) নাজমুল আলম, পরিচালক (পরিকল্পনা-৬) আসফিয়া সুলতানা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা,টুঙ্গিপাড়ায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ডা. মো. সারোয়ার বারী সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৩:২৩ ১৪ বার পঠিত