বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

সুনামগঞ্জে ৪০০ উপকারভোগীর মধ্যে নগদ অর্থ ও সবজীর বীজ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » সুনামগঞ্জে ৪০০ উপকারভোগীর মধ্যে নগদ অর্থ ও সবজীর বীজ বিতরণ
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩



সুনামগঞ্জে ৪০০ উপকারভোগীর মধ্যে নগদ অর্থ ও সবজীর বীজ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৪০০ পরিবারের মধ্যে নগদ অর্থ ও সবজী বীজ বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ কালীবাড়িস্থ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে তালিকাভূক্ত উপকারভোগীদের মধ্যে নগদ অর্থ ও সবজী বীজ বিতরণ করেছেন সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
এ উপলক্ষে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সংগঠনটির সাধারণ সম্পাদক এডভোকেট পীর মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক এনাম আহমদ, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোজাম্মেল হক মুনিমসহ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাবৃন্দ।
পরে ৪০০ উপকারভোগীকে নগদ টাকা ও সবজী বীজসহ জনপ্রতি সাড়ে ৪ হাজার টাকার অনুদানের প্যাকেট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৭:২৭   ৪৭ বার পঠিত