কোঠা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
সারা দেশে বিশ্ববিদ্যালয়ে কোঠা সংস্কার আন্দোলনের অংশ হিসাবে বুধবার (১০ জুলাই) সকালে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল নাগরপুর সড়কের কাগমারী মোড়ে গিয়ে রাস্তা অবরোধ করে প্রায় ৩০ মিনিট বিক্ষোভ করতে থাকে।
এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।
পরে ৩০ মিনিট বিক্ষোভ করে নিজেরাই কর্মসূচি আজকের মতো স্থগিত করে ক্যাম্পাসে চলে যান।
বাংলাদেশ সময়: ১৬:২৫:০২ ১৬ বার পঠিত