জেলায় আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে আর্থিক অনুদান, ১৩৬ জন অসুস্থ রোগীকে সমাজসেবার পক্ষ থেকে চিকিৎসা সহায়তা এবং কৃষকদের মাঝে পাম্প মেশিন ও পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধাান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোশাররফ হোসেন, জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, অংসুছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া ও সবির কুমার চাকমা।
অনুষ্ঠানে জেলার ১৩৬ জন রোগীকে সমাজসেবার পক্ষ থেকে ৬৮ লাখ টাকার চিকিৎসা সহায়তা, ১০০জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে ২০ হাজার টাকা করে অনুদান, ৭৫ জনকে সেলাই মেশিন, ১৭ জন কৃষককে পাওয়ার টিলার ও ১৬ জনকে পাম্প মেশিন দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭:২২:৩৭ ৩৪ বার পঠিত