রবিবার, ৭ জুলাই ২০২৪

রাজবাড়ীতে হবে আধুনিক রেলওয়ে কারখানা : রেলমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাজবাড়ীতে হবে আধুনিক রেলওয়ে কারখানা : রেলমন্ত্রী
রবিবার, ৭ জুলাই ২০২৪



রাজবাড়ীতে হবে আধুনিক রেলওয়ে কারখানা : রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ‘সৈয়দপুরে আমাদের একটি রেলওয়ে কারখানা রয়েছে এবং রাজবাড়ীতে আরেকটি আধুনিক রেলওয়ে কারখানা নির্মাণ করা হবে। রেলওয়েতে নতুন কোচ, ইঞ্জিন সংগ্রহ করছি। নতুন নতুন লাইন নির্মাণ করা হচ্ছে, ব্রিজ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। সিগনালিং ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে।

রবিবার (৭ জুলাই) বিকেল ৩টায় রেল ভবনে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা সমগ্র বাংলাদেশকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। রেলখাতের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

মন্ত্রী আরো বলেন, ‘দক্ষিণ কোরিয়া আমাদের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন খাতে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময় বাংলাদেশের রেল খাতে চলমান উন্নয়ন প্রকল্পে কোরিয়াকে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সভায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, ‘কোরিয়া বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে কাজ করতে আগ্রহী। আশা করি, রেলখাতসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৩:৫২   ২৫ বার পঠিত