শুক্রবার, ২৮ জুন ২০২৪

পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
শুক্রবার, ২৮ জুন ২০২৪



পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৮ জুন) কম্পনটি অনুভূত হয়েছে। ভূ-কম্পনের জেরে দেশটিতে সুনামির সতর্কতা জারি করেছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, শুক্রবার পেরুর মধ্যাঞ্চলীয় উপকূলীয় এলাকায় রিখটার স্কেলের ৭ দশমিক ২ মাত্রায় ভয়াবহ কম্পন হয়। ভূমিকম্পের জেরে উপকূলরেখা বরাবর কিছু এলাকায় দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির আটিকুইপা জেলা থেকে ৮ দশমিক ৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। সংস্থাটি জানিয়েছে, শক্তিশালী কম্পনটি কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায়ও অনুভূত হবে।

এর আগে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছিল, কম্পনের জেরে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে পরে কেন্দ্র থেকে জানানো হয়, ‘উপকূলের কিছু এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউয়ের পূর্বাভাস রয়েছে। সুনামির ঢেউগুলো জোয়ারের স্তরের ওপরে আরও ১ থেকে ৩ মিটার পর্যন্ত পৌঁছতে পারে।’

বেশ কয়েক জায়গায় ভয়াবহ কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।

দক্ষিণ আমেরিকার দেশ পেরু ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত বলে এখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৭:০৩:৫৪   ১১ বার পঠিত