শুক্রবার, ২৮ জুন ২০২৪

আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারি » আল কোরআন ও আল হাদিস
শুক্রবার, ২৮ জুন ২০২৪



আল কোরআন ও আল হাদিস

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সূরা তাওবা ১
মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১২৯; রুকূ : ১৬
৫৫. সুতরাং তাদের ধন-সম্পদ ও সন্তান- সন্ততি যেন তোমাকে বিস্মিত না করে; আল্লাহর ইচ্ছা শুধু এটাই যে, এসব বস্তুর কারণে তাদেরকে পার্থিব জীবনে আযাবে আবদ্ধ রাখেন এবং তাদের প্রাণ কুফরী অবস্থায় বের হয়।
৫৬. আর তারা আল্লাহর কসম করে বলে যে, ‘তারা (মুনাফেকরা) তোমাদেরই অন্তর্ভুক্ত; অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়, বরং তারা হচ্ছে ভীত সম্প্রদায়।

আল হাদিস
কোন মুসলমানকে গালি দেয়া ও তার সাথে লড়াই করা কুফুরী
৪৩। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন, মুসলমানকে গালি দেয়া জঘন্য পাপ এবং তার সাথে মারামারি করা কুফুরী।
(বুখারী-কিতাবুল ঈমান)
বিষয়: আল কোরআন কুফরী অবস্থায় বে

বাংলাদেশ সময়: ১৬:১৪:৪০   ১৮ বার পঠিত