দীর্ঘদিন ধরে চলমান ইউক্রেন ও গাজার সশস্ত্র সংঘাত থেকে আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধ বেধে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে তুরস্ক।
চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী হেন লিপাভেস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২৫ জুন) এ সতর্কবার্তা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
হাকান ফিদান বলেন, চলমান সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। একে প্রতিরোধ করতে সবার এগিয়ে আসা উচিত এবং সাহায্য করা উচিত।
লিপাভেস্কির সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনার কথা উল্লেখ করে ফিদান আরও বলেন, ‘ইসরাইল আক্ষরিক অর্থে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে এবং প্রতিদিনই নতুন নতুন যুদ্ধাপরাধ করছে।’
তিনি বলেন,
ইসরাইলের নিজেদের এলাকা সম্প্রসারণের জন্য দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের জমি চুরির বিষয় নিয়ে আমরা নীরব ছিলাম না, আর থাকবোও না।’
এছাড়া গাজায় যুদ্ধবিরতির জন্য তুরস্ক যেকোনো পদক্ষেপকে সমর্থন করে বলেও জানান তিনি। দ্বি-রাষ্ট্র সমাধানে আঙ্কারার সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন ফিদান।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন,
তুরস্ক ভূখণ্ডগত সংহতিতে বিশ্বাসী। এই যুদ্ধ রাশিয়া ও ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়ছে। এতে বৈশ্বিক ঝুঁকি বাড়ছে।
তার মতে, ‘আঙ্কারা চায় সংঘাতে লিপ্ত উভয়পক্ষ শান্তির জন্য আলোচনার টেবিলে বসুক।’
বাংলাদেশ সময়: ১৫:৫০:০৩ ১৪ বার পঠিত