দ্বাদশ জাতীয় সংসদের ‘সরকারী প্রতিষ্ঠান কমিটি’র ৬ষ্ঠ বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী এবং মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ; ঢাকা ওয়াসা-এর বার্ষিক রিপোর্টের বিষয়ে আলোচনা; ঢাকা ওয়াসা-এর উপর সিএজি কর্তৃক প্রণীত ও সংসদে পেশকৃত অডিট রিপোর্টের অনিষ্পন্ন অডিট আপত্তির বিষয়ে পর্যালোচনা; ঢাকা ওয়াসা-এর বিগত পাঁচ বছরের স্থিতিপত্র, আয়-ব্যায় হিসাব ও লাভ-লোকসান হিসাব এবং উক্ত হিসাবের বিষয়ে কোন বিশেষ প্রবণতা থাকলে সে বিষয়ে আলোচনা; ঢাকা ওয়াসা-এর সর্বশেষ হিসাব (আর্থিক ও কনফিডেনশিয়াল ম্যানেজমেন্টের উপর আলোচনা); মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় আগামী তিন (০৩) অর্থবছরের গৃহিতব্য অনুমিত হিসাবের বিবরণী এবং এর সাথে বিগত ২০২২-২০২৩ অর্থবছরের অর্জনের তুলনামূলক চিত্র পর্যালোচনা; অধিকতর দক্ষ ও লাভজনকভাবে ঢাকা ওয়াসা-এর পরিচালনার বিষয়ে গৃহীত কর্মপরিকল্পনা, কর্মদক্ষতা, উন্নয়ন ও মিতব্যয়িতা নিশ্চিতকরণের বিষয়সমূহ পর্যালোচনা এবং ৫ম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।
বৈঠকে সর্বোত্তম গ্রাহক সেবা সহজীকরণের লক্ষ্যে সুয়ারেজ প্ল্যান্টগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করাসহ ড্রিংকেবল ওয়াটার এবং ড্রিংকিং ওয়াটার এর মধ্যে পার্থক্য দূরীকরণের প্রয়োজনীয় পদেক্ষপ গ্রহণের জন্য কমিটি কর্তৃক সংশ্লিদের সুপারিশ করা হয়।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন ঢাকা ওয়াসা কার্যালয়ের উপর সিএজি কর্তৃক প্রণীত এবং সংসদে পেশকৃত অডিট রির্পোটের অডিট আপত্তির বিষয় ফলপ্রসূ আলোচনা করে কয়েকটি অডিট আপত্তি নিষ্পত্তি করা হয় এবং অবশিষ্ট অডিট আপত্তিসমূহ ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য কমিটি কর্তৃক সংশ্লিষ্টদের সুপারিশ করা হয়।
বৈঠকে ঢাকা ওয়াসার বিগত ০৫ বছরে আয়-ব্যয়, লাভ-লোকসানের হিসাব ও উক্ত হিসাবের উপর বিশেষ প্রবণতার বিষয়ে সিএজি এর কার্যালয় হতে যে সকল মতামত দেয়া হয়েছে তা বিশ্লেষণ করে সুনির্দিষ্ট জবাব প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শহীদ পরিবারের সকল সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:৪০:০১ ১৩ বার পঠিত