মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

জামালপুরে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » জামালপুরে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪



জামালপুরে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“সোনালী আঁশের সোনার দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ দেশ” “পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়ীতে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ(১ সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা হতে ৭৫ জন পাট চাষী প্রশিক্ষণ নেন।

প্রশিক্ষণ কর্মশালাটি উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। সভাপতিত্ব করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার এবং কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ইফাদ হোসেন। এতে প্রধান প্রশিক্ষক ও আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার আঃ হামিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলার পাট গবেষণা উপকেন্দ্র এর বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আল মামুন, উপজেলা পাট পরিদর্শক আওরঙ্গ যেব আতা সহ উপজেলা পাট অধিদপ্তর এর অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:২১:৪৪   ৪৭ বার পঠিত