সোমবার, ২৪ জুন ২০২৪

বিদেশযাত্রার নিষেধাজ্ঞায় যে কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিদেশযাত্রার নিষেধাজ্ঞায় যে কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: আইজিপি
সোমবার, ২৪ জুন ২০২৪



বিদেশযাত্রার নিষেধাজ্ঞায় যে কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: আইজিপি

সরকারি কর্মকর্তাসহ দুর্নীতির অভিযোগ ওঠা যে কারো বিদেশযাত্রার নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২৪ জুন) রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রেঞ্জ অফিসের মিলনায়তনে ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির পর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইজিপি আবদুল্লাহ আল-মামুন বলেন, দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশযাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। এমনকি সরকারি কর্মকর্তাসহ যে কারো বিরুদ্ধেই এই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ চাইলে যে কাউকে যেকোনো সময় স্টপ করতে পারে না, আইনানুগ প্রক্রিয়ায় যেতে হয়। তবে যদি নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা আসে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এসময় ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, ঢাকা রেঞ্জ মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী হিসেবে গৌরব বয়ে এনেছে। আমি আশা করি পুলিশ দেশ সেবায় আরও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করবে।

এর আগে ‘সৌরভে-গৌরবে ঢাকা রেঞ্জ, ফিরে দেখা ১১০ বছর’ এই স্লোগান সামনে রেখে ঢাকা রেঞ্জ পুলিশ প্রতিষ্ঠার ১১০ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিয়েছেন পুলিশ মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:৫০   ১৬ বার পঠিত