রবিবার, ২৩ জুন ২০২৪

র‍্যাংক-ব্যাজ পরলেন নবনিযুক্ত সেনাপ্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারি » র‍্যাংক-ব্যাজ পরলেন নবনিযুক্ত সেনাপ্রধান
রবিবার, ২৩ জুন ২০২৪



র‍্যাংক-ব্যাজ পরলেন নবনিযুক্ত সেনাপ্রধান

নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে র‍্যাংক-ব্যাজ পরানো হয়েছে।

রোববার (২৩ জুন) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে র‍্যাংক-ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন গণমাধ্যমকে জানান, নতুন সেনাপ্রধানকে র‌্যাংক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন।

সেনাবাহিনী প্রধানও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার দোয়া চান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান।

এর আগে রোববার সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে জেনারেল পদবিতে পদোন্নতি দিয়ে আগামী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯:২৫:০৪   ২৭ বার পঠিত