গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্পতে আটকাতে পারেনি বাংলাদেশ। পাঁচ উইকেটে ১৯৬ রান নিয়ে ইনিংস শেষ করেছে ভারত।
বোঝাই যাচ্ছে, ম্যাচ জিততে হলে বড় দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। ভারতের ব্যাটাররাও ইনিংসজুড়ে সেটাই করেছেন।
সব ব্যাটারের ব্যাটেই কম-বেশি রান দেখা গেছে। সর্বোচ্চ ৫০ রান এসেছে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। শেষদিকে পান্ডিয়ার ব্যাটেই ভারতের সংগ্রহ দুই’শ ছুঁই ছুঁই হয়েছে। ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। বিশ্বকাপে রানখরায় ভুগছিলেন এই তারকা ব্যাটার। অবশেষে রানের দেখা পেয়েছেন তিনি। তাঁর ২৮ বলে ৩৭ রানের ইনিংসে ৩টি ছক্কা ও একটি চারের মার রয়েছে।
এছাড়া ঋষভ পান্ত ৩৬, শিভাম দুবে ৩৪ ও রোহিত শর্মা ২৩ রান করেন।
ওপেনিং জুটিতে রোহিতের সঙ্গে ৩৯ রান যোগ করেন কোহলি। বিশ্বকাপে সাকিব আল হাসানের রেকর্ড ৫০তম উইকেটের শিকার হয়ে রোহিত ফেরেন। এরপর তরুণ পেসার তানজিম হাসান সাকিবের একই ওভারে আউট হন কোহলি ও সূর্যকুমার যাদব। ৭৭ রানে তিন উইকেট হারালেও রানের গতি কমতে দেয়নি ভারত।
চতুর্থ উইকেটে ৩১ রান যোগ করেন দুবে ও পান্ত। পান্তকে ফেরান রিশাদ হোসেন। পঞ্চম উইকেটে আরও ৫৩ রান যোগ করেন দুবে ও পান্ডিয়া। দুবেকে ফেরালেও রানের স্রোতে বাঁধ দিতে পারেননি রিশাদ।
বাংলাদেশ সময়: ২৩:২৭:০৫ ১৬ বার পঠিত