শনিবার, ২২ জুন ২০২৪

আলো ঝলমলে লন্ডনে ‘সুইফট’ উৎসব

প্রথম পাতা » ছবি গ্যালারি » আলো ঝলমলে লন্ডনে ‘সুইফট’ উৎসব
শনিবার, ২২ জুন ২০২৪



আলো ঝলমলে লন্ডনে ‘সুইফট’ উৎসব

টেলর সুইফট আসবেন আর শান্ত থাকবে লন্ডন, তাই কি হয়? প্রত্যাশা যেমন ছিল, তেমনটাই আলো ঝলমলে রাতকে রঙিন করলেন বিশ্বের অন্যতম সেরা মিউজিক সেনসেশন টেলর সুইফট। লাখো দর্শক-শ্রোতার উপস্থিতিতে লন্ডনের মাটিতে এ যেন সুইফট উৎসব!

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ‘এরাস ট্যুর’-এর প্রথম কনসার্টের সূচনা করে জনতাকে মুগ্ধ করেছেন এই গায়িকা। ৩৪ বছর বয়সী এই গায়িকা শুক্রবার (২১ জুন) রাতে শুরু হওয়া কনসার্টে লন্ডনসহ যুক্তরাজ্যবাসীকে সুরের তালে তালে নাচিয়েছেন। লন্ডনে আরো দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে সুইফটের।

সাবেক প্রেমিক জো অ্যালউইনের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমিক ট্র্যাভিস কেলসের সঙ্গে লন্ডনে এটাই টেলর সুইফটের প্রথম প্রত্যাবর্তন। এদিন কনসার্টে দর্শক সারিতে উপস্থিত ছিলেন প্রেমিক ট্র্যাভিস কেলস, ​​তার বাবা-মা এবং ট্র্যাভিসের ভাই জেসন, যিনি তার স্ত্রী কাইলির সাথে প্রথমবারের মতো শো দেখতে আসেন। কনসার্টে হাজির ছিলেন ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স উইলিয়াম এবং তার পরিবার। কনসার্টে নিজের ৪২তম জন্মদিন উদযাপন করেছেন প্রিন্স উইলিয়াম।

লন্ডনে টেলরের প্রত্যাবর্তন ঘিরে দর্শক উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। গায়িকার ধামাকাদার পারফরম্যান্সের প্রত্যাশায় ভক্তরা ওয়েম্বলিতে ভিড় জমিয়েছেন। বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ও ছিল অগনিত। সারা শহর জুড়ে সুইফটের ম্যুরালসহ লন্ডন যেন পরিণত হয়েছিল ‘টেলর’ শহরে।
৯০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ওয়েম্বলি স্টেডিয়াম টেলরের এরাস ট্যুরের বৃহত্তম ভেন্যুগুলির মধ্যে একটি। যার পুরোটা পরিপূর্ণ ছিল কানায় কানায়।

এদিকে টেলর সুইফটের এই সফর ঘিরে বেশ বড় আর্থিক লাভ দেখতে চলেছে যুক্তরাজ্যের অর্থনীতি। বৃহস্পতিবার (২০ জুন) প্রকাশিত গ্রেটার লন্ডন অথরিটির তথ্য অনুসারে, টেলরের এই সফরটি প্রায় ৪০০ মিলিয়ন মূল্যের বুস্ট দিতে যাচ্ছে যুক্তরাজ্যকে।

‘ল্যাভেন্ডার হ্যাজ’খ্যাত গায়িকা যিনি এখন তার চলমান এরাস ট্যুরের মাধ্যমে বিশ্বের ৬টি মহাদেশে গান গাইছেন।
এই ট্যুরের বাণিজ্যিক সফলতায় বিলিয়নেয়ারের তালিকায় প্রবেশ করেছেন সুইফট। এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী তার এই মিউজিক্যাল ট্যুরে এবার যুক্তরাজ্যের প্রায় ৭ লাখ দর্শক-শ্রোতাদের মন মাতাবেন গায়িকা। যুক্তরাজ্যে তার প্রথম কনসার্ট সিরিজের অংশ হিসেবে তিনি ওয়েম্বলিতে পরপর তিনটি শো করবেন, তারপর আগস্টে আরও পাঁচটি শোয়ের শিডিওল রয়েছে গায়িকার।

আপাতত টেলর সুইফটের কনসার্ট ঘিরে উৎসবের আমেজে জাঁকজমকপূর্ণ রঙে সজ্জিত লন্ডন। টেলরের কনসার্ট উদযাপনের জন্য বিশাল পরিসরে আয়োজন করা হয়েছে। ওয়েম্বলি পার্কের স্প্যানিশ পদক্ষেপগুলিকে অস্থায়ীভাবে ‘সুইফটি স্টেপস’ হিসেবে সাজানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৫:৩৭   ২৬ বার পঠিত