কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পা পাহাড়ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন রোহিঙ্গা ও দুই জন বাংলাদেশি।
মঙ্গলবার (১৮ জুন) মধ্যরাত থেকে বুধবার (১৯ জুন) সকাল পর্যন্ত উখিয়ার ১, ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।
তিনি জানান, বুধবার সকাল ৬টায় ১০ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপা পড়ে চার জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাদের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ৯ নম্বর ক্যাম্পের এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ওখানে উদ্ধার করা হয় দুই জনের মরদেহ। ভোর ৪ টার দিকে ৮ ও ১৪ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয় তিন জনের। তখনই ১ নম্বর ক্যাম্পে আরেকজনের মৃত্যু হয়।
১০ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, আবু মেহের (২৫), শাহানা (২২), আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন ৪৫।
৯ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, মো. হোসেন (৫০) ও আনোয়ারা বেগম ১৮।
৮ নম্বর ক্যাম্পে নিহত হন, বি-৮২ ব্লকের মো. হারেজের ছেলে মো. হারেজ (৪)। ১৪ নম্বর ক্যাম্পে নিহত হন উখিয়ার থাইংখালী এলাকার শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২)। ১ নম্বর ক্যাম্পে নিহত হন, এফ/৫ ব্লকের সুলতান আহমদের মেয়ে পুতনী বেগম (৩৪)।
এরইমধ্যে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে জানিয়ে মিজানুর রহমান বলেন, ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসবাসকারিদের সরিয়ে নেয়া হয়েছে। আরও কেউ ঝুঁকিপূর্ণ আছে কিনা দেখা হচ্ছে। তাদেরও সরিয়ে নেয়ার কাজ চলছে।
এদিকে, কক্সবাজার আবহাওয়া অফিসের উপসহকারি পরিচালক তোফায়েল আহমদ জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১২ টা থেকে বুধবার বেলা ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:০০:০৯ ১১ বার পঠিত