ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। শনিবার( ১৫ জুন) দিবাগত মধ্যরাতে ঝালকাঠি -বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ আলী নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন,ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমাবাদ এলাকার আব্দুল হকের ছেলে সিএনজি চালক আল-আমিন (৩৫) এবং সিএনজিতে থাকা যাত্রী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালি ইউনিয়নের দেবত্র এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আলতাফ মুন্সি (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতে নলছিটি উপজেলা রায়াপুর এলাকায় অজ্ঞাত কোন গাড়ি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশা দুমরে-মুচড়ে ভেতরে থাকা চালক আল-আমিন এবং যাত্রী আলতাফ মুন্সি গুরুতর আহত হয়। পরে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ নিঝুম গুল তাদের সড়কে আহত অবস্থায় দেখে নিজ গাড়ীতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন , অজ্ঞাত কোনো গাড়ি সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে গেছে সেটি এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৬:৩৯:১৯ ১৭ বার পঠিত