মঙ্গলবার, ৬ জুন ২০২৩

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারি » যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১তম বৈঠক
মঙ্গলবার, ৬ জুন ২০২৩



যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১তম বৈঠক

ঢাকা, ৬ জুন, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১তম বৈঠক আজ কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চলতি অর্থবছরের সর্বশেষ কার্যক্রম, এশিয়ান গেমস-২০২৩ এ অংশগ্রহণ উপলক্ষ্যে বাংলাদেশ দলের সার্বিক প্রস্তুতি এবং বিগত ৩০তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও বাস্তবায়ন অগ্রগতি সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের আসন্ন নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠান করতে একটি এডহক কমিটি গঠন করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

চায়নার হ্যাংজু শহরে অনুষ্ঠেয় এশিয়ান গেমস-২০২৩ এ গমনেচ্ছু বাংলাদেশ দলের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সঠিকভাবে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪০:৪২   ৫০ বার পঠিত