রবিবার, ৯ জুন ২০২৪

ডাক্তারদের অনুপস্থিতি এবং অবহেলা সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » ডাক্তারদের অনুপস্থিতি এবং অবহেলা সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
রবিবার, ৯ জুন ২০২৪



ডাক্তারদের অনুপস্থিতি এবং অবহেলা সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতি এবং অবহেলা সহ্য করবেন না বলে সাফ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার (৯ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নেন তিনি।

সিলেটে কয়েকজনকে কর্মস্থলে না পেয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

বাংলাদেশ সময়: ১৪:১০:০৭   ২৩ বার পঠিত