২০১৩ সালের শরীয়তপুরের ডামুড্যা থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক শিকদার ওরফে রাজনকে (৩১) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৫ জুন) দিবাগত রাতে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারুক শিকদার ওরফে রাজন শরিয়তপুরের ডামুড্যা থানার সৈয়দবস্তা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কৃতকর্মের কথা স্বীকার করেছেন। তার নামে শরীয়তপুরের ডামুড্যা থানায় ২০১৩ সালে একটি ধর্ষণ মামলা করা হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:৪২:৩২ ৪২ বার পঠিত