ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলে সবশেষ পাওয়া খবরে বিহার রাজ্যে এগিয়ে আছে বিজিপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। তবে সুখবর আছে বিরোধী জোটের জন্যও।
এনডিটিভি জানিয়েছে, বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে ২৯টিতে এগিয়ে রয়েছে এনডিএ, যেখানে বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) এগিয়ে আছে ৯টি আসনে।
এগিয়ে থাকা ২৯ আসনে জয় পেলেও সবশেষ ২০১৯ সালের ফলাফলের তুলনায় তা বিজেপি জোটের জন্য খারাপ। সেবার আরও ১০টি আসন বেশি পেয়েছিল এনডিএ জোট। আর বিরোধী দল পেয়েছিল মাত্র ১টি আসন। সে হিসেবে বিহারে বিরোধীদের আসন বাড়তে পারে।
এদিকে আনন্দবাজার পত্রিকা অনলাইনের তথ্যানুসারে, পশ্চিমবঙ্গের ৪২ আসনের ২৬টি আসনে এগিয়ে আছে তৃণমূল। আর ১১টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস দুটি আসনে এগিয়ে থাকলেও এখনও কোনও আসনে আশা দেখছে না সিপিএম।
যদিও পশ্চিমবঙ্গের ৪২টি আসনে অধিকাংশ বুথফেরত সমীক্ষা বিজেপিকেই এগিয়ে রেখেছিল। তবে আজ ভোট গণনায় সে সমীক্ষা পাল্টে যেতে দেখা যাচ্ছে।
মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টায় ভারতের ৫৪২টি কেন্দ্রে ভোটগণনা শুরু হয়েছে। সুরাট কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী। ফলে গণনা শুরুর আগেই এক আসনে এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।
এদিকে, কেরালার ওয়েনাড় এবং উত্তর প্রদেশের রায়বরেলি- দুটি আসনেই এগিয়ে আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে, বারানসীতে এগিয়ে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুসারে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৯ আসনে এগিয়ে আছে, আর ইন্ডিয়া জোট ২১৩ আসনে।
বাংলাদেশ সময়: ১২:৫৩:২৪ ২০ বার পঠিত