সোমবার, ৫ জুন ২০২৩

ধামইরহাটে সরকারিভাবে তালগাছ রোপন

প্রথম পাতা » ছবি গ্যালারি » ধামইরহাটে সরকারিভাবে তালগাছ রোপন
সোমবার, ৫ জুন ২০২৩



ধামইরহাটে সরকারিভাবে তালগাছ রোপন

নওগাঁর ধামইরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরকারি ভাবে তালগাছ রোপন করা হয়েছে।

৫ জুন বেলা ১১ টায় ২০২২-২৩ অর্থ বছরের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ধামইরহাট ইউনিয়নের কালুপাড়া হতে আলতাদিঘী পর্যন্ত ৪০০ তালগাছ রোপনের উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, ইউপি সদস্য রাজিব হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের জানান, বিভিন্ন সময় বজ্রপাতে অনাকাঙ্খিত মৃত্যুসহ বড় ধরনের দুর্ঘটনার শিকার হোন অনেকে, সেই বিবেচনায় দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতেও এই তালগাছ সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ২২:৩৫:৩৮   ৫১ বার পঠিত