শুক্রবার, ৩১ মে ২০২৪

‘অর্ধেক’ অস্ট্রেলিয়া-উইন্ডিজের ৪৭৯ রানের ম্যাচ

প্রথম পাতা » খেলা » ‘অর্ধেক’ অস্ট্রেলিয়া-উইন্ডিজের ৪৭৯ রানের ম্যাচ
শুক্রবার, ৩১ মে ২০২৪



‘অর্ধেক’ অস্ট্রেলিয়া-উইন্ডিজের ৪৭৯ রানের ম্যাচ

রানের জোয়ারে এবারের আইপিএল পূর্বের সব রেকর্ড ভেঙেছে। বলা হয়- আন্তর্জাতিক ক্রিকেট আইপিএলের ঢংয়ে চলে। এবারের টি-২০ বিশ্বকাপেও কি রানের ফোরায়া ছুটবে? ওই প্রশ্নের উত্তর এতোদিন যা-ই আসুক ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ অবশ্য বড় রানের ইঙ্গিত দিয়েছে।

আইপিএল শেষ করে অস্ট্রেলিয়া দলের সকলে বিশ্বকাপ দলে যোগ দেননি। ওয়েস্ট ইন্ডিজও পূর্ণ শক্তির দল এখনও হাতে পায়নি। তারপরও প্রস্তুতি ম্যাচে দুই দল ৪৭৯ রানের টি-২০ ম্যাচ দেখিয়েছে।

পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান তোলে। দলটির হয়ে দু’বারের বিশ্বকাপ জয়ী ওপেনার জনসন চার্লস ৩১ বলে ৪০ রান করেন। তিনে নামা নিকোলাস পুরান খেলেন ২৫ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস। আটটি ছক্কা ও পাঁচটি চারের শট মারেন তিনি।

এছাড়া অধিনায়ক রোভম্যান পাওয়েল ২৫ বলে চারটি করে চার ও ছক্কার শটে ৫২ রান করেন। শেরফান রোদারফোর্ড ১৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। জবাব দিতে নেমে ৯ জনের অস্ট্রেলিয়া দল ৭ উইকেটে ২২২ রান তোলে। দলটির হয়ে ওপেনিংয়ে নামা স্পিনার অ্যাস্টন আগার ১৩ বলে ২৮ রান করেন। জস ইংগলিস ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। নাথান এলিস ২২ বলে ৩৯ রান করেন।

বাংলাদেশ সময়: ১৬:২৫:১০   ৪২ বার পঠিত