বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

সরকারি অনুমোদিত পদের মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ শূন্য

প্রথম পাতা » ছবি গ্যালারি » সরকারি অনুমোদিত পদের মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ শূন্য
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪



সরকারি অনুমোদিত পদের মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ শূন্য

ঢাকা, ৩০ মে ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি ড. মোহাম্মদ সাদিক এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, ড. শ্রী বীরেন শিকদার, মেহের আফরোজ, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, মোহাঃ আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর অংশগ্রহণ করেন।

বৈঠকে ১ম বৈঠকের কার্যবিবরণী সংশোধিত আকারে নিশ্চিত করা হয় এবং ১ম বৈঠকের সিদ্ধান্তসমুহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে জানানো হয়, বর্তমানে মোট ৫৮ টি মন্ত্রণালয়/ বিভাগের ১৯১৬৫১৯ (ঊনিশ লক্ষ ষোল হাজার পাঁচশত ঊনিশ) টি অনুমোদিত পদের মধ্যে ১৫৪৬০৭২ (পনের লক্ষ ছেচল্লিশ হাজার বাহাত্তর) টি পদ পূরণ করা হয়েছে এবং ৩৭০৪৪৭ (তিন লক্ষ সত্তর হাজার চারশত সাতচল্লিশ) টি পদ শূন্য রয়েছে। কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্হ প্রতিষ্ঠানসমুহের অনুমোদিত ও শূন্য পদ পূরণকল্পে গুরত্ব অনুযায়ী মন্ত্রণালয়/ বিভাগ নির্বাচন করে দ্রুত ব্যবস্হা গ্রহণের সুপারিশ করে।এছাড়াও আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে মন্ত্রণালয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয় (১৩-২০গ্রেড) সেগুলোর শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্হা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়াও বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্হ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২৭:৪৩   ৪৮ বার পঠিত