কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে বেলারুশের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ডেপুটি চেয়ারম্যান সারগেই কেলিচিটসের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
আজ মঙ্গলবার সচিবালয়ে এ সাক্ষাতে প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেলারুশ কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক শাখার পরিচালক এ্যালেক্সেই লিসনো, ভারতস্থ বেলারুশ এ্যাম্বাসির সিনিয়র কনস্যুলার ভিটালি মিরুটকো, বাংলাদেশস্থ বেলারুশ এ্যাম্বাসির কনস্যুলার অনিরুদ্ধ কুমার রয়, আবদুস সালাম জিতু ও বিটিএ ব্যাংকের চেয়ারম্যান সুলতান মারিনভ। সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মনসুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব জিএম ইফতেখার প্রমুখ।
আলোচনায় বেলারুশের আকু (এসিইউ)-তে যোগদান, নিষেধাজ্ঞার কারণে অপরিশোধিত সারের মূল্য পরিশোধ এবং বেলারুশ ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে মত বিনিময় হয়।
দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশা ব্যক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ২১:৫৭:২৯ ১৪ বার পঠিত