রবিবার, ২৬ মে ২০২৪

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নায়েব আলী জোয়াদ্দার

প্রথম পাতা » ছবি গ্যালারি » শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নায়েব আলী জোয়াদ্দার
রবিবার, ২৬ মে ২০২৪



শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নায়েব আলী জোয়াদ্দার

ঢাকা, ২৬ মে ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের ৮১ ঝিনাইদহ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নায়েব আলী জোয়াদ্দারকে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, হুইপ সানজিদা খানম এমপি এবং মোঃ নাসের শাহরিয়ার জাহেদী এমপি উপস্থিত ছিলেন।

শপথ শেষে রীতি অনুযায়ী মোঃ নায়েব আলী জোয়াদ্দার শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২৬:০৪   ২৫ বার পঠিত