শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

হারের দুঃখ ভুলে জয়ে ফিরতে রাতে মাঠে নামছে বার্সেলোনা

প্রথম পাতা » খেলা » হারের দুঃখ ভুলে জয়ে ফিরতে রাতে মাঠে নামছে বার্সেলোনা
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩



হারের দুঃখ ভুলে জয়ে ফিরতে রাতে মাঠে নামছে বার্সেলোনা

লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ রিয়াল বেতিস। শেষ ম্যাচে রায়ো ভায়োকানের কাছে হেরে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে কাতালানদের। নিজেদের মাঠে সে ব্যর্থতা ঘোঁচাতে জয়েই চোখ কোচ জাভির।

ন্যু ক্যাম্পে শনিবার (২৯ এপ্রিল) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

গেল ২৭ এপ্রিল এ মৌসুমের সবচেয়ে দুঃসহ একটা ম্যাচ খেলেছে বার্সেলোনা। ছুটতে ছুটতে হঠাত করেই ফুটবলারদের এমন ছন্দপতনে হতাশ সমর্থকরা। ভাষা হারিয়ে ফেলেছেন কোচ জাভি। শিরোপার পথে অপ্রতিরোধ্য দলটির এমন পথ হারানোয় বার্সার জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন কোচ। তাইতো টেবিলের ছয়ে থাকা রিয়াল বেতিসের বিপক্ষে ন্যু ক্যাম্পে নামার আগে চিন্তায় ঘুম হারাম হবার যোগার তার। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর থেকে লিগই অন্ধের যষ্ঠি বার্সার কাছে। সমর্থকদের আক্ষেপের জায়গাটা বোঝেন জাভি।

তাইতো বেতিস দুর্গে হানা দিতে আঁটছেন ভিন্ন কৌশল। এ যাত্রায় জাভির জন্য স্বস্তির খবরও আছে। ন্যু ক্যাম্পে শেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই জয় আছে কাতালানদের। গেল মৌসুমে শেষ বেতিসের কাছে হারের তিক্ততা পেয়েছিল কাতালানরা। শেষ ম্যাচে বেতিসও রিয়াল সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। চ্যাম্পিয়ন্স লিগের আশা টিকিয়ে রাখতে তাদেরও চাই শীর্ষ চারে থাকা। তাই নিজেদের ভেন্যুতেও ঝড়ের মুখেই পড়তে হবে কাতালানদের।

শেষ ম্যাচে ভায়োকানোর কাছে হারলেও বার্সার জন্য সুসংবাদ হয়ে এসেছে জিরোনার কাছে রিয়ালের হার। তাই পয়েন্ট টেবিলে হয়নি কোনো ছন্দপতন। ৩১ ম্যাচশেষে ৭৬ পয়েন্ট নিয়ে রাজত্ব ভালভাবেই দখলে আছে বার্সার। ১১ পয়েন্ট পেছনে রিয়াল। জয়ে ফেরার পাশাপাশি নিজেদে রাজত্ব সুরক্ষিত রাখতে হবে বার্সাকে। বেতিসের বিপক্ষে ম্যাচে ফিরেছেন আন্দ্রেস ক্রিস্টেনসেন। ফর্মে থাকা দেম্বেলেও প্রস্তুত কোচের আস্থার প্রতিদান দিতে। বড় কোনো ইনজুরি না থাকায় জয় নিয়ে আত্মবিশ্বাসী ফুটবলাররা।

আক্রমণভাগে কোচের মূল ভরসা রবার্ট লেভানদোভস্কি। এ মৌসুমে এখন পর্যন্ত লিগে ১৮ গোল করে সবার ওপরে আছেন পোলিশ তারকা। তার কাঁধে ভর করেই উড়তে প্রস্তত বার্সা। সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে শিষ্যদের নিয়ে পরিকল্পনা কষছেন জাভি। গোলপোস্টের নিচে যথারীতি থাকবেন টার স্টেগান। বেতিসের সম্ভাব্য ফরমেশন ৪-২-৩-১।

পরিসংখ্যানে চোখ রাখলে অবশ্য এগিয়ে আছে বার্সাই। দু’দলের এখন পর্যন্ত খেলা ৪৪ ম্যাচের মধ্যে ২৭টি জয় নিয়ে এগিয়ে আছে বার্সেলোনা। বেতিসের জয় নয় ম্যাচে।

বাংলাদেশ সময়: ২২:৪০:৪৭   ৬৫ বার পঠিত