পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেছেন, ‘পিবিআইকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং সকলের পক্ষে তদন্ত করতে হবে। বাদী ও বিবাদী দুই পক্ষেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কোনো লোক যদি পিবিআই’র কাছে আসে, তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর পিবিআই কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং ন্যায় বিচার হতে বঞ্চিতও না হন সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
এসময় তিনি পিবিআই কর্মকর্তাদের উদ্দেশ্যে মামলা তদন্তে সততা, নিষ্ঠা ও মামলার সঠিক রহস্য উদ্ঘাটনপূর্বক গুণগত মান ধরে রাখা এবং নির্ভুল তদন্ত রিপোর্ট প্রদান করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়া, তিনি ক্লুলেস মামলা রহস্য উদ্ঘাটনে বিশেষ গুরত্বারোপ করেন এবং তদন্তে মামলার দ্রুত নিষ্পত্তির সঙ্গে দীর্ঘসূত্রিতা পরিহার করার নির্দেশ প্রদান করেন।
এর আগে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন।
সভায় উপস্থিত ছিলেন- খুলনা পিবিআই পুলিশ সুপার নাইমুল হাসান ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির (ডিএসবি)সহ পিবিআই যশোরের সকল কর্মকর্তারা।
এর আগে সকালে তিনি যশোর পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে সালাম গ্রহণ শেষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বাংলাদেশ সময়: ২১:০১:১৭ ২৭ বার পঠিত