রবিবার, ৪ জুন ২০২৩

হবিগঞ্জে ৩ টেলিভিশন সাংবাদিকের উপর বালুখোরদের হামলার ঘটনায় মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারি » হবিগঞ্জে ৩ টেলিভিশন সাংবাদিকের উপর বালুখোরদের হামলার ঘটনায় মানববন্ধন
রবিবার, ৪ জুন ২০২৩



হবিগঞ্জে ৩ টেলিভিশন সাংবাদিকের উপর বালুখোরদের হামলার ঘটনায় মানববন্ধন

হবিগঞ্জের চুনারুঘাটে ৩ টেলিভিশন সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে হবিগঞ্জ সাংবাদিকদের মানববন্ধন আজ রোববার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। মানববন্ধনে অংশ নিয়ে একাত্ততা প্রকাশ করেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, শাকিল চৌধুরী, শ্রীকান্ত গোপ, আজহারুল ইসলাম মুরাদ মোঃ আজিজুল ইসলাম হৃদয় প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, গত ১৭ মে চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। এ সময় অভিযানের সংবাদ সংগ্রহে গিয়ে তিনজন টেলিভিশন সাংবাদিক বালুখোরদের হামলার শিকার হন। এ ঘটনায় মামলা দায়ের করার ১৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ একজন আসামীকেও গ্রেপ্তার করেনি।
দ্রুত আসামীদের আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:০৮   ৪২ বার পঠিত