পুরান ঢাকাকে নিরাপদ করতে যা দরকার সরকার তাই করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বলেন, পুরান ঢাকায় অনেক রাসায়নিক গোডাউন আছে। আবার আবাসিক ভবনও আছে। মানুষ আর রাসায়নিক একত্রে থাকার কারণে দূর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতি বেশি হয়। তাই শ্যামপুরে রাসায়নিক গোডাউন নির্মান করা হয়েছে।’
রবিবার ঢাকার শ্যামপুরে নবনির্মিত অস্থায়ী রাসায়নিক গুদাম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী এই গুদামের ভাড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে বলেও জানান।
শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা পুরান ঢাকাকে নিরাপদ রাখতে চাই। এজন্য যা যা দরকার তাই করা হবে। শ্যামপুর এবং টঙ্গিতে অস্থায়ী গুদাম সরকার স্থাপনা করে দিয়েছে। এসব স্থানে ব্যবসায়ীরা ভাড়া দিয়ে সরাসরি ব্যবসা করতে পারবেন।’
‘এছাড়া মুন্সিগঞ্জের সিরাজদিখানে আরেকটি জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে সরকার শুধু জমি দেবে। আর ব্যবসায়ীরা সেই জমিতে নিজেদের মতো করে স্থাপনা করে নিতে পারবে।’
শিল্পমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের সব মানুষ ভালো থাকুক। তার নির্দেশেই মানুষকে নিরাপদ রাখতে শ্যামপুরের গোডাউন নির্মান করা হয়েছে।’
ব্যবসায়ীদের এই গুদাম ব্যবহারের আহবান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা স্বতঃস্ফূর্তভাবে এটি ব্যবহার করুন। আপনাদের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করেই এটি নির্মাণ করা হয়েছে।’
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকাকে বাসযোগ্য একটি আদর্শ নগরী গড়ার জন্য যা যা করা দরকার সবই করা হবে। আদর্শ নগরী গড়ার এটাও একটি পদক্ষেপ। পুরান ঢাকার রাসায়নিক গুদামগুলো এখানে স্থানান্তর করা হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব জাকিয়া সুলতানা, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুরান ঢাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রাসায়নিক কারখানা ও গুদামগুলো নিরাপদ জায়গায় স্থানান্তরের লক্ষ্যে রাজধানীর পুরান ঢাকার শ্যামপুরে ৬ দশমিক ১৭ একর জমির ওপর ৭১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ৫৪টি অস্থায়ী রাসায়নিক গুদাম ভবন নির্মাণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:২৬:২০ ৪৭ বার পঠিত