জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।
তিনি আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় তিনি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে তিনি, পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়।
এছাড়া পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ জাকির হোসেন, টুঙ্গিপাড়া সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান সহ উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন জনাব জাফর ওয়াজেদ।
এ সময় তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের সংগ্রহশালা, লাইব্রেরীসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৪:৩২:১৩ ২৪ বার পঠিত