বুধবার, ১৫ মে ২০২৪

সিদ্ধিরগঞ্জে ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিদ্ধিরগঞ্জে ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
বুধবার, ১৫ মে ২০২৪



সিদ্ধিরগঞ্জে ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২৭ কেজি গাঁজা সহ মোঃ দুলাল পেদা (৪০) নামের এক মাদক ব্যবসায়ী কো গ্রেফতার করেছে কাউন্টার টেরিজম নারায়নগঞ্জ জেলা শাখা।

গ্রেফতারকৃত দুলাল পেদা শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার কুতুবপুরের বাচ্চু মিয়ার পুত্র।

বুধবার(১৫ মে) বিকেলে তাকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল শাকিনস্হ তাতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতের নিকট হতো ২৭ কেজি গাঁজা উদ্ধার করে কাউন্টার টেরিজম নারায়নগঞ্জ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখার উপপরিদর্শক মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল শাকিনস্হ তাতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২৭ কেজি গাজা সহ মাদক সহ দুলাল পেদা কে গ্রেফতার করে।

এ বিষয়ে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত দুলাল পেদা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন ধরে মাদক এনে ঢাকা- নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা পক্রিয়াধিন রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২৩:০৮:১৫   ৩৯ বার পঠিত